Saturday, 23 June 2018

তখন আমায় নাইবা মনে রাখলে- তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে !!

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে ;

আমি বাইব না --------

আমি বাইবো না মোর খেয়া তরি এই ঘাটে –

চুকিয়ে দেব বেচা- কেনা     

     মিটিয়ে দেবো গো

মিটিয়ে দেব লেনাদেনা – 

বন্ধ হবে আনা গোনা  এই হাটে !

তখন আমায় নাইবা মনে রাখলে

তারার পানে চেয়ে চেয়ে -নাইবা আমায় ডাকলে !!


 যখন জমবে ধূলা তানপুরাটার তার গুলায়

কাঁটা লতায় –

কাঁটা লতায় উঠবে ঘরের দ্বার গুলায়

আহা--! জমবে ধূলা তানপুরাটার তার গুলায় !

ফুলের বাগান ---- 

ঘন ঘাসের পড়বে শয্যা বনবাসে !

শেওলা এসে ভিড়বে দীঘির ধার গুলায় !

 তখন আমায় নাইবা মনে রাখলে

 তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে !!




তখন এমনি করে বাজবে বাঁশি এই  নাঁটে !

কাটবে ---- দিন কাটবে -----!!

কাটবে গো দিন আজও যেমন দিন কাটে !!

আহা-!  এমনি করে বাজবে বাঁশি এই নাঁটে !

ঘাঁটে ঘাঁটে খেয়া তরি এমনি

এমনি সেদিন উঠবে ভরি ; চড়বে গরু ; 

         খেলবে রাখাল  এই মাঠে !

তখন আমায় নাই বা মনে রাখলে

তারার পানে চেয়ে চেয়ে নাই বা আমায় ডাকলে !!


তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি

সকল খেলায় ---------

সকল খেলায় করবে খেলা এই আমি

আহা--! কে বলে গো সেই প্রভাতে নেই আমি !!

নতুন নামে ডাকবে মোরে – বাঁধবে 

বাঁধবে নতুন বাহু ডোরে

আসব যাবো চিরদিনের সেই আমি !!

তখন আমায় নাইবা মনে রাখলে

তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে !!

FS--------


No comments:

Post a Comment