Sunday, 15 October 2017

বাচ্চাদের পুতুল বা জীব জন্তুর খেলনা দ্বারা খেলা নাজায়েজ-


যে সকল বস্তুর প্রাণ আছে, এমন প্রাণীর চোখ, কান, মুখ থাকা অবস্থায় উক্ত প্রাণীর ছবি আঁকা, তা ব্যবহার করা, তা ঘরে রাখা এবং তা দিয়ে খেলাধুলা করা কোনটিই জায়েয নয়। তাই বাচ্চাদের জন্য প্রাণীর পুতুল দিয়ে খেলা জায়েজ হবে না। চোখ-মুখ না থাকলে তথা প্রাণির অবস্থান পরিস্ফুটিত না হলে ব্যবহার করার সুযোগ আছে। অন্যথায় নয়৷

عَنْ أَبِي طَلْحَةَ رَضِيَ اللَّهُ عَنْهُمْ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا تَدْخُلُ الْمَلَائِكَةُ بَيْتًا فِيهِ كَلْبٌ وَلَا تَصَاوِيرُ

হযরত আবু তালহা রা, থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন: ঐ ঘরে ফেরেশতা প্রবেশ করেন না, যে ঘরে কুকুর বা প্রাণীর ছবি থাকে। (সহীহ বুখারী, হাদীস নং-৫৯৪৯, মুসনাদে আহমাদ, হাদীস নং-২১৭৭২)

عن عائشة قالت: كُنْتُ أَلْعَبُ بِالْبَنَاتِ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَكَانَ لِي صَوَاحِبُ يَلْعَبْنَ مَعِي. 
(رواه البخاري: 6130 ومسلم: 2440 ).

আয়শা সিদ্দিকা রা, কাপড়ের পুতুল দিয়ে খেলেছিলেন বলে উপরের রেওয়ায়াতসহ যে সমস্ত রেওয়ায়াত বর্ণিত হয়েছে- 

তার প্রথম জবাব: 
আয়িশা রা, এর হাদীস উপরে আবু তালহা রা,এর হাদীসসহ প্রাণীর ছবির নিষেধাজ্ঞা বিষয়ক সবগুলো হাদীস দ্বারা মানসূখ তথা রহিত হয়ে গেছে৷ আয়িশা রা, এর খেলার ঘটনা নিষেধাজ্ঞার পূর্বের৷ (ফাতহুল বারী: ১০/৬৪৬, ইরশাদুস সারী: ১৩/১৩৬)

দ্বিতীয় জবাব: হাদীসে বর্ণিত আয়িশা রা,এর খেলনা পুতুলের চোখ-কান তথা প্রাণীর মুখের অবয়ব ছিল না। এজন্যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে জিজ্ঞেস করেছিলেন, হে আয়িশা! এটা কী? অর্থাৎ পুতুলের অবয়ব স্পষ্ট ছিলো না, এজন্যে রাসূল চিনতে পারেন নি৷ 
(উমদাতুল কারী: ২২/১৭০, ফাতহুল বারী: ১০/৬৪৬)


#শাইখ মুফতি জিয়াউর রহমান


No comments:

Post a Comment