Monday, 23 October 2017

হাই কমোড ইউজ করা কি ঠিক? এটা ইউজ করলে কি শরীর পাক থাকে? শরীরে নাপাক পানি ছিটা আসলে তার হুকুম কি ?

------------------

হাই কমোড ব্যবহার তাদের জন্য জায়েজ যাদের বসে প্রস্রাব পায়খানা কষ্টকর। এমনিতে ফ্যাশন স্বরূপ এমনটি করা মাকরুহে তাহরীমী। প্রয়োজন ছাড়া হাই কমোড বানানো উচিত নয়। (জাদিদ ফিক্বহী মাসায়েল-১/৫৭}
তবে যদি এছাড়া আর কোন বাথরুম না থাকে, তাহলে হাই কমোডে ইস্তিঞ্জা করতে কোন সমস্যা নেই।নামাজ না হবারো কিছু নেই।-মুফতি লুৎফুর রহমান।
হাই কমোড ইউজ করলে শরীরনাপাক হয়ে যায় এমন না।কিন্তু কখনো যেহেতু কিছু ক্ষেত্রে নাপাক পানির ছিটা উঠে এসে লাগে তাই এটা একটা সমস্যা।এর জন্য সতর্ক থাকা উচিত।এমনটি হলে সেই জায়গা টুকু পানি দিয়ে ধুয়ে নিলেই হবে।নাপাকি আর থাকবেনা
--কোন জায়গায় নাপাকি লাগ্লেই পুরো শরীর নাপাক হয় এমন না। বিশেষ ভাবে সতর্ক থাকতে হবে যাতে তার ছিটা গায়ে না লাগে।কোমর পর্যন্ত ধোয়া জরুরি না।যত টুকু অংশ কমোডে লাগে বা নাপাকি লাগার সন্দেহ যতটুকু অংশ অত টুকুই ধুয়ে নিয়ে নামাজ পড়া যাবে।

No comments:

Post a Comment