Friday, 17 November 2017

আর এটা সম্ভব তখনই যখন আপনি শিখবেন , আমল করবেন , শিখাবেন আর সবর করবেন ... ইলম অর্জন করা প্রত্যেক টা মানুষের উপর ওয়াজিব ... এই ইলম স্কুল কলেজের ইলম না , এই ইলম সেই ইলম যেই ইলম আপনি পাবেন কোন সহিহ ইসলাম শিক্ষার মাদরাসায় ...

আমার_বাচ্চার_ভবিষ্যৎ-----------------------------

ছোট এক লাইনের এই কথাটি মা বাবার সব চেয়ে বড় মাথা ব্যাথার কারন !! 


বাচ্চা গড়ে তুলার কারিগর বলে কথা , 

একটু এদিক ওদিক হলেই তো পথভ্রষ্ট হয়ে যাবে !!


বেশির ভাগ মা বাবা কে দেখা যায় তাদের বাচ্চাদের কে নিয়ে প্লান করেন বাচ্চার বিয়ে পর্যন্ত ,
এই স্কুলে এরপর ঐ স্কুলে এরপর ঐ কলেজ এরপর ডক্টর না হয় ইঞ্জিনিয়ার এরপর বিয়ে ,
 মেয়েকে তুলে দেন জামাইর হাতে আর ছেলের দায়িত্ব বউ কে দিয়ে বলেন এইবার তুমি সামলাও ,
ছেলে মেয়েদের বলেন এবার নিজের লাইফ নিজেই গুছাও আমাদের কাজ শেষ !!


আদর্শ শিক্ষিত হিসেবে গড়ে তুলে দেন সন্তান কে ...
 কিন্তু শুধু মাত্র দুনিয়ার জন্য !!
আখেরাতের জন্য কতটুক শিক্ষা দেন সন্তান কে ??


বাচ্চাকে যেভাবে এ বি সি সরে অ সরে আ শিখান সেভাবে কি নামাজের সুরা গুলা শিখান ? দুয়া গুলা শিখান ? ৪ বছর হলে স্কুলে দেন ৭ বছর হলে নামাজ শিখান ?মেয়েকে ৯-১২ বছর হলে মেয়েলি ব্যাপার গুলো শিখান । পর্দা করতে শিখান ?


অনেক মা বাবা কে দেখছি আজকাল বাচ্চার ৩/৪ বছর হলেই জানতে চান বাচ্চা কে মাদরাসায় দিবো নাকি স্কুলে ? তাদের ইচ্ছা থাকে মাদরাসায় দিতে , শিক্ষা সফরের শুরু টা তারা আল্লাহ্‌ বিল্লাহ করে শুরু করতে চান , কেজি ওয়ান টু হলে এরপর তুলে স্কুলে দিয়ে দেন ...


ব্যাপার টা অনেক টা এমন , আম গাছ কেটে তার শিকড়ের উপর শিকড় ছাড়া একটি পেয়ারা গাছ লাগিয়ে দিলেন !


গোঁড়ায় পানি দিলে আম গাছের শিকড় মজবুত হবে ঠিকই কিন্তু পেয়ারা গাছ সম্পুর্ন ইয়ুজলেস !!


অনেক কে দেখা যায় এই প্রাথমকি ইসলাম শিক্ষাটাই মনে রাখে আজীবন, সেই দুই এক বছর যে মাদরাসায় গিয়েছিল এরপর আর ইসলামিক কোন জ্ঞান তার লাভ করা হয়নি , 

কয়েকটি ভুল ভাল উচ্চারিত সুরা , দুই চারটা গাইর সহিহ আমল আর এক গাদা ভুল ধারনা !!! 


যেমন শুধু হিজাব করলেই পর্দা হল, মনের পর্দা বড় পর্দা , যে কোন ওজরে নামাজ ছাড়া যায় , আল্লাহ্‌ বুঝেন উনি মাফ করে দিবেন , এক্সামের জন্য নামাজ রোজা না রাখা , ইসলাম শান্তির ধর্ম , এই ধর্মে সব জায়েজ মানে যেই কোন কাজে শান্তি লাগা মানেই এটা জায়েজ ... ইত্যাদি ... 


এইসব ধারনা ও স্বল্প জ্ঞান আমাদের কে বাধা দিবে জান্নাতে যেতে ...


মা বাবার ধারনা মাদরাসায় পরে কি হবে ? বেশি কামাই করতে পারবেনা , মাদ্রাসার হুজুর আর ইমাম দের কতই বা বেতন ?ইত্যাদি ...


তাদের চিন্তা শুধু মাত্র দুনিয়াবি !! এটা ভাবেনা মুমিন দের জন্য দুনিয়া কত কষ্টের ?

স্বল্প রোজগার হবে ঠিকই কিন্তু আখেরাতের ব্যাংক ব্যালেন্স যে ধেই ধেই করে বাড়ছে সেটা বুঝেনা ...


সন্তানের ভিতর দ্বীনের বুঝ থাকলে মা বাবার শান্তি , আর এই বুঝ না থাকলে মা বাবার অশান্তি !!


স্কুল কলেজের বই তে দুই ধরনের শিক্ষা থাকে , 

এক ধরন হইল পুরাই ইয়ুজলেস যা আজ পর্যন্ত কারো কাজে আসে নাই , 

আরেক ধরনের হল কিভাবে কামাই করা যাবে সেটা ...


স্কুল কলেজের বই তে যতটুকু ধর্মীয় জ্ঞান থাকে তা ইসলাম ধর্মকে আরও বিকৃত করে দেয় !!
কিন্তু শারিয়া লাইনে কি থাকে ? কি শিখানো হয় ? শুধু দাড়ি টুপি বোরখা পরা আর জঙ্গিবাদীত্ব ?

না , 

এইখানে শিখানো হয় কিভাবে এক জন মানুষ দুনিয়ার জীবন কাল কাটাবে শান্তিতে এরপর মৃত্যুর পর জান্নাতুল ফেরদাউসে যেয়ে থাকতে পারবে ...


শেখানো হয় সে তার নফস কে কিভাবে সৎ পথে চালাবে , কিভাবে সে আল্লাহ্‌র সব হুকুম মেনে চলবে ,কিভাবে শয়তান কে পরাজিত করবে , কিভাবে সে নবীর সুন্নত আঁকড়ে ধরবে , কিভাবে সে সহিহ ভাবে কুরআন পড়বে ও আমল করবে ও দাওয়াত দিবে , কিভাবে তাওয়াককুল করবে কিভাবে তার রিজিক আসবে , কিভাবে সে তার মা বাবার খেয়াল রাখবে , কিভাবে বউ/স্বামি সন্তানের খেয়াল রাখবে , কিভাবে প্রতিবেশী আত্মীয় ও গরীবের হক আদায় করবে ... 


তাঁকে সহিহ শুদ্ধ ভাবে কুরআন শিখায় , নামাজ শিখায় , যাকাত দেওয়া শিখায় , প্রতিটা দুয়া শিখায় , বিপদ থেকে মুক্তির পথ দেখায় , 

ইমান মজবুত করে দুনিয়া সহজ করে দেয় আর আখিরাতের জন্য এতো এতো এতো আমল জমা করায় ... মা বাবার মৃতুর পর চল্লিসা কুলখানি বিভিন্ন খতম নয় বরং এমন সব আমল শিখায় যার নাম সদগায়ে জারিয়া আর যেটা বাস্তবেই মা বাবার কবরে শান্তি দেয় ...


আপনি দেখবেন না বৃদ্ধাশ্রমে কোন হুজুর তাঁর মা বাবা কে দিয়ে আসছে , কারন কুরআন আমাদের শিখায় মা বাবা যেন উফ শব্দটা পর্যন্ত না করি আমরা বিরক্ত হয়ে বা রেগে ...
আজকে আপনি ভাবছেন আপনার সন্তান কে স্কুলে দিবেন না মাদরাসায় ...
স্কুলে দিলে একদিন আপনার সন্তান ভাব্বে মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিবো ? মাসে মাসে এতো গুলো খরচের টাকা দিবো ? 


কিন্তু শারিয়া ইলম আছে এমন এক ছেলে বা মেয়ে কখনও এরকম ভাব্বেনা , সে ভাব্বে কিভাবে মা বাবাকে মাথায় করে রাখা যায় , তাদের দুয়া পাওয়া যায় , তারা মায়ের পায়ের নিচে জান্নাত খুজে ...
বৃদ্ধাশ্রম গুলো দেখলে সত্যি খারাপ লাগে ... এই মা বাবা না হাটি হাটি পাপা করে বাচ্চাদের স্কুলে দিয়েছিলেন ? মাথার ঘাম পায়ে ফেলে না স্কুলের ফিস ভরেছিলেন ?
আজ এভাবে মাশুল দিচ্ছেন ?


একজন ইসলামিক মেয়ে কখনই তাঁর শাশুড়ির সাথে বাজে বিহেভ করবেনা , কারন সে জানে এই মায়ের পায়ের নিচে তাঁর স্বামীর জান্নাত , একজন ইসলামিক শাশুড়ি কখনই তাঁর বউ এর সাথে কেচ কেচ করবেনা কারন তাঁর জানা আছে এই মেয়েই আমার ছেলের দুনিয়া ও জান্নাতের সঙ্গী ... 

একজন ইসলামিক ছেলে কখনই তাঁর বউ বা একজন ইসলামিক বউ কখনই তাঁর স্বামীর হক অধিকার নিয়ে হেলাফেলা করবেনা ,


কেউ কারো উপর জুলুম করবেনা কারন তারা জানে তারা একে অপরের দুনিয়া ও আখিরাতের সঙ্গী , তারা জানে যা কিছু কষ্টের তা আল্লাহ্‌র তরফ থেকে পরীক্ষা ... এবং সবরের পর অবশ্যই শান্তি আসবে ...
ইসলামিক শিক্ষা একটা মানুষ কে হালাল আয় রোজগার করতে শিখায় , আর শিখায় জান্নাতে কিভাবে প্রাসাদ নির্মাণ করতে হয় ... 


সেই প্রাসাদে দুনিয়ার প্রিয় মানুষ গুলো কে নিয়ে কিভাবে থাকা যায় ...
কিন্তু দুনিয়াবি ইলম শুধু শিখায় কিভাবে দুনিয়াতে হাই ফাই ভাবে থাকা যায় , কিভাবে লোকের সন্মান কামানো যায় ... 

ধর্ম কর্ম তাদের কাছে ষাটের পরে অবসরের কাজ !!


জিনি আমাদের সৃষ্টি করেছেন আমরা তাঁর কাছেই ফিরে যাবো , তিনি আমাদের তাঁর ইবাদাত করতে সৃষ্টি করেছেন ... 

এই কাজ ছাড়া অন্য কাজ করে কেন মাফ আশা করবো তাঁর কাছে ?


আফসুস , আমরা গড়গড়ায়ে ইংলিশ পড়তে পারি , কিন্তু সুরা ইখলাস পারিনা ... 


আমরা দিনে দুই চাইর ঘণ্টা এক্সারসাইজে কাটাতে পারি কিন্তু ৫ ওয়াক্ত নামাজ পড়তে পারিনা ...


শীতের সময় আপাদমস্তক ঢেকে চলি অথচ সামান্য একটা জিলবাব গায়ে দিয়ে চলতে পারিনা !


আমরা দুনিয়া দারী এতো আপন করে নিয়েছি যত টা না জন্মের পর মা তাঁর সন্তান কে পরম স্নেহে বুকে মিশিয়ে নেন ...


সন্তান গড়ার কারিগর আপনি , তাঁকে আখিরাতের জন্য গড়েন , দুনিয়ার জন্য না ...
সুরাহ তাহরিমের ৬ নং আয়াতে আল্লাহ্‌ বলেছেন '' ইয়া আইয়ুহাল লাজিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম না র ... ... ''


''হে মুমিনগণ , তোমরা নিজেদের কে এবং তোমাদের পরিবার পরিজন কে সেই অগ্নি থেকে রক্ষা কর ''
প্রতিটা বাবা , প্রতিটা ভাই , প্রতিটা স্বামী ,প্রতিটা ছেলে ... নিজেদের পরিবার কে আগুন থেকে রক্ষা করতে বলেছেন আল্লাহ্‌ ...


আর এটা সম্ভব তখনই যখন আপনি শিখবেন , আমল করবেন , শিখাবেন আর সবর করবেন ...
ইলম অর্জন করা প্রত্যেক টা মানুষের উপর ওয়াজিব ...

 এই ইলম স্কুল কলেজের ইলম না , এই ইলম সেই ইলম যেই ইলম আপনি পাবেন কোন সহিহ ইসলাম শিক্ষার মাদরাসায় ...
Zainab Al-Gazi


No comments:

Post a Comment