রিযিক বৃদ্ধি করার ৭ টি আমল -
১/ তাকওয়া ও তাওয়াক্কুল অবলম্বন করা--------------
দলিল---আল্লাহ তায়ালা ইরশাদ করেছেন --
আর যে আল্লাহ কে ভয় করে তিনি তার জন্য উত্তরণের পথ বের করে দেন । এবং তিনি এমন উৎস থেকে তাকে রিযিক দান করেন যা সে কল্পনাও করতে পারবে না। আর যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহই তার জন্য যথেষ্ট ! আল্লাহ তার উদ্দেশ্য পূর্ণ করবেন । নিশ্চয় আল্লাহ প্রত্যেক জিনিসের জন্য একটি সময় সীমা নির্ধারণ করে দিয়েছেন ।
সুরা আত আলাক ২-৩
২/ তওবা ও ইস্তেগফার -------------
দলিল—আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত , তিনি বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি অসাল্লাম বলেছেন --
যে ব্যক্তি নিয়মিত ইস্তিগফার পড়বে আল্লাহ তার সব সঙ্কট থেকে উত্তরণের পথ বের করে দিবেন ।সব দুশ্চিন্তা দূর করে দিবেন ।
এবং অকল্পনীয় উৎস থেকে তার রিযিকের সংস্থান করে দিবেন।
আবু দাউদ ১৫২০
৩/ দরুদ শরিফ পাঠ করা -------------
দলিল---তোফায়েল ইবনে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত । তিনি বলেন
একদা আমি রাসুল সাল্লাল্লাহু আলাইহি অসাল্লাম কে জিজ্ঞাসা করলাম ইয়া রাসুল আল্লাহ !
আমি আপনার উপর অধিক হারে দরুদ পড়তে চাই । অতএব আমার দোয়ার মধ্যে কতটুকু আপনার দরুদের জন্য রাখব ?
তিনি বললেন – তুমি যতটুকু চাও!
আমি বললাম এক চতুর্থাংশ ?
তিনি বললেন – তুমি যতটুকু চাও ! যদি এর বেশি পড় তোমার জন্য উত্তম হবে ।
আমি বললাম অর্ধেক ?
তিনি বললেন তুমি যতটুকু চাও । তবে যদি বেশি পড় তা তোমার জন্য উত্তম হবে।
আমি বললাম দুই তৃতীয়াংশ !
তিনি ঐ একই উত্তর দিলেন।
অতপর আমি দোয়ার পুরুটাই শুধু দরুদ শরিফ রাখব ।
তিনি বললেন তা তোমার ঝামেলা ও প্রয়োজনের জন্য যথেষ্ট হবে। তোমার গোনাহ ক্ষমা করা হবে ।
তিরমিযি -২৬৪৫
৪/ আল্লাহর রাস্তায় ব্যয় করা --------------------
দলিল--- আল্লাহ তায়ালা ইরশাদ করেনবল! আমার রব তাঁর বান্দাদের মধ্যে যার জন্য ইচ্ছা রিযিক প্রশস্ত করেন এবং সঙ্কুচিত করেন ।
আর তোমরা যা কিছু আল্লাহর জন্য ব্যয় কর তিনি তার বিনিময় দিবেন। নিশ্চয় আল্লাহ উত্তম রিযিক দাতা ।
সুরা আস সাবা ৩৯
৫/ আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা ----------
দলিল – মহান আল্লাহ বলেছেন ;আর যখন তোমাদের রব ঘোষণা দিলেন ! যদি তোমরা শুকরিয়া আদায় কর ;তবে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দিব। আর যদি অকৃতজ্ঞ হও আমার আযাব বড় কঠিন ।
সুরা ইব্রাহিম ০৭
৬/ অভাবের সময় আল্লাহ মুখি হওয়া এবং তাঁর কাছে দোয়া করা -----------
দলিল – আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে ইরশাদ করেন –আর তোমাদের রব বলেছেন তোমরা আমাকে ডাক ! আমি তোমাদের ডাকের সাড়া দিব !
সুরা ম’মিন ৬০
৭/ বিয়ে করা ----------
দলিল – আল্লাহ তায়ালা ঘোষণা করেন –আর তোমরা তোমাদের মধ্যকার অবিবাহিত নারী পুরুষ ও সৎ কর্মশীল দাস দাসী দের বিয়ে দিয়ে দাও ।
তারা অভাবি হলে আল্লাহ নিজ অনুগ্রহে তাদের অভাব দূর করবেন ।আল্লাহ প্রাচুর্যময় মহাজ্ঞানী ।
সুরা আন নুর ৩২
No comments:
Post a Comment