**হযরত রাসুলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম এর প্রতি মোহাব্বাত ঈমানের অঙ্গ------
۔۔۔۔۔بسم اللہ الرحمن الرحیم۔۔۔۔۔
#আবু হুরায়রা রাদিআল্লাহু আনহু হতে বর্নিত,রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম ইরশাদ করেছেন-
"ঐ সত্তার শপথ যার হাতে আমার প্রান , তোমাদের কেউ ততক্ষন পর্যন্ত মোমিন হতে পারবে না যতক্ষন না আমি তার নিকট তার পিতা-মাতা ও সন্তান-সন্ততি হতে অধিক প্রিয় না হই।
--অনুরুপ হাদিস হযরত আনাস রাদিআল্লাহু আনহু হতেও বর্নিত রয়েছে।
-#হাদিসের মর্মার্থ---
-যদিও সকল নবী রাসুলগনের প্রতি ভালবাসা পোষন ঈমানের অঙ্গ
তবুও এখানে বিশেষ ভাবে মুসলিম মিল্লাতের নেতা এবং সকল নবী রাসুলের নেতা শেষ নবী মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ এর প্রতি ভালবাসা খাছ বা নির্দিষ্ট।
--উক্ত হাদিসে পবিত্র সত্তা আল্লাহ তায়ালার কছম দিয়ে বক্তব্যের গুরুত্ব অধিক বুঝিয়েছেন যে,কেউ ঈমানদার তথা পূর্ন ঈমানদার হতে পারবে না রাসুলের প্রতি মোহাব্বত না থাকলে।
--দুনিয়ার সকল কিছুর ভালবাসার চেয়ে পিতা মাতা সন্তানের প্রতি ভালবাসা বেশি।
এ হাদিসের অনুকূলে যতগুলো হাদিস বর্নিত আছে সবখানে পিতা পুত্রের উল্লেখ করে বলা হয়েছে।
--এ ধরনের সম্পর্কের অধিক ভালবাসার চেয়ে রাসুলের প্রতি ভালবাসাটা অধিক হতে হবে।
-- অপর এক হাদিসে পরিবার ও সম্পদের চেয়ে বেশি মোহাব্বতের কথা বলা আছে।
-#মোহাব্বত কি!
হযরত আব্দুল্লাহ ইবনে হিশাম রাঃ কর্তৃক বর্নিত হাদিসে এসেছে--
একদা হযরত ওমর রাদিআল্লাহু আনহু বললেন -হে আল্লাহর রাসুল আপনি আমার কাছে আমার জীবন ছাড়া আর সব কিছু থেকে অধিক প্রিয়।
তখন রাসুল সাঃ বললেন- সে সত্তার কছম যার হাতে আমার প্রান "শুধু এইটুকু যথেষ্ট নয়"
-তখন ওমর রাঃ বললেন আল্লাহর শপথ নিশ্চয় ই এখন আপনি আমার কাছে আমার জীবনের চেয়ে বেশি প্রিয়।
জবাবে রাসুলুল্লাহ সাঃ বললেন - হে উমর এতক্ষনে তুমি সঠিক পদক্ষেপ নিলে।
---উক্ত আলোচনার সারকথা;;-
এ ধরনের ভালবাসা নিছক মহত্তের বিশ্বাস থেকে উৎসারিত নয়।
যদি দুনিয়াবী প্রিয় কিছু হারানোর বেদনার চেয়ে রাসুল সাঃ এর সম্ভাব্য সাক্ষাত হারানোর বেদনা অধিক পিড়াদায়ক না হয় তবে বুঝতে হবে রাসুলের মোহাব্বত অন্তরে নেই।
আর এ সাক্ষাত লাভের মাধ্যম তাঁর অনুস্বরনের মাঝেই।
#এ মর্মে
মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন--
قل ان کنتم تحبون اللہ فاتبونی یحببکم اللہ۔۔۔۔۔
অর্থ- বলুন (হে রাসুল) যদি তোমরা আল্লাহ কে ভালবাস তবে আমার অনুস্বরন কর, তবে আল্লাহ তোমাদের ভালবাসবেন;--
--সূরাতুল সিজদার এক আয়াতে এসেছে---
---অর্থ- এবং আমি তাদের মধ্য থেকে নেতা মনোনিত করেছিলাম যারা আমার নির্দেশ অনুস্বরনে পথ প্রদর্শন করত। যখন তারা ধৈর্য ধারন করেছিল তখন তারা ছিল আমার নির্দেশাবলিতে ছিল দৃঢ় বিশ্বাসী।
#আলোচনা সংকলন
ফাতহুল বারী
কিতাবুল ঈমান,,,,,,
https://www.facebook.com/Ekra.Community.Garden/photos/a.1217452001631012.1073741830.1216438365065709/1226577954051750/?type=3&theater
۔۔۔۔۔بسم اللہ الرحمن الرحیم۔۔۔۔۔
#আবু হুরায়রা রাদিআল্লাহু আনহু হতে বর্নিত,রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম ইরশাদ করেছেন-
"ঐ সত্তার শপথ যার হাতে আমার প্রান , তোমাদের কেউ ততক্ষন পর্যন্ত মোমিন হতে পারবে না যতক্ষন না আমি তার নিকট তার পিতা-মাতা ও সন্তান-সন্ততি হতে অধিক প্রিয় না হই।
--অনুরুপ হাদিস হযরত আনাস রাদিআল্লাহু আনহু হতেও বর্নিত রয়েছে।
-#হাদিসের মর্মার্থ---
-যদিও সকল নবী রাসুলগনের প্রতি ভালবাসা পোষন ঈমানের অঙ্গ
তবুও এখানে বিশেষ ভাবে মুসলিম মিল্লাতের নেতা এবং সকল নবী রাসুলের নেতা শেষ নবী মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ এর প্রতি ভালবাসা খাছ বা নির্দিষ্ট।
--উক্ত হাদিসে পবিত্র সত্তা আল্লাহ তায়ালার কছম দিয়ে বক্তব্যের গুরুত্ব অধিক বুঝিয়েছেন যে,কেউ ঈমানদার তথা পূর্ন ঈমানদার হতে পারবে না রাসুলের প্রতি মোহাব্বত না থাকলে।
--দুনিয়ার সকল কিছুর ভালবাসার চেয়ে পিতা মাতা সন্তানের প্রতি ভালবাসা বেশি।
এ হাদিসের অনুকূলে যতগুলো হাদিস বর্নিত আছে সবখানে পিতা পুত্রের উল্লেখ করে বলা হয়েছে।
--এ ধরনের সম্পর্কের অধিক ভালবাসার চেয়ে রাসুলের প্রতি ভালবাসাটা অধিক হতে হবে।
-- অপর এক হাদিসে পরিবার ও সম্পদের চেয়ে বেশি মোহাব্বতের কথা বলা আছে।
-#মোহাব্বত কি!
হযরত আব্দুল্লাহ ইবনে হিশাম রাঃ কর্তৃক বর্নিত হাদিসে এসেছে--
একদা হযরত ওমর রাদিআল্লাহু আনহু বললেন -হে আল্লাহর রাসুল আপনি আমার কাছে আমার জীবন ছাড়া আর সব কিছু থেকে অধিক প্রিয়।
তখন রাসুল সাঃ বললেন- সে সত্তার কছম যার হাতে আমার প্রান "শুধু এইটুকু যথেষ্ট নয়"
-তখন ওমর রাঃ বললেন আল্লাহর শপথ নিশ্চয় ই এখন আপনি আমার কাছে আমার জীবনের চেয়ে বেশি প্রিয়।
জবাবে রাসুলুল্লাহ সাঃ বললেন - হে উমর এতক্ষনে তুমি সঠিক পদক্ষেপ নিলে।
---উক্ত আলোচনার সারকথা;;-
এ ধরনের ভালবাসা নিছক মহত্তের বিশ্বাস থেকে উৎসারিত নয়।
যদি দুনিয়াবী প্রিয় কিছু হারানোর বেদনার চেয়ে রাসুল সাঃ এর সম্ভাব্য সাক্ষাত হারানোর বেদনা অধিক পিড়াদায়ক না হয় তবে বুঝতে হবে রাসুলের মোহাব্বত অন্তরে নেই।
আর এ সাক্ষাত লাভের মাধ্যম তাঁর অনুস্বরনের মাঝেই।
#এ মর্মে
মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন--
قل ان کنتم تحبون اللہ فاتبونی یحببکم اللہ۔۔۔۔۔
অর্থ- বলুন (হে রাসুল) যদি তোমরা আল্লাহ কে ভালবাস তবে আমার অনুস্বরন কর, তবে আল্লাহ তোমাদের ভালবাসবেন;--
--সূরাতুল সিজদার এক আয়াতে এসেছে---
---অর্থ- এবং আমি তাদের মধ্য থেকে নেতা মনোনিত করেছিলাম যারা আমার নির্দেশ অনুস্বরনে পথ প্রদর্শন করত। যখন তারা ধৈর্য ধারন করেছিল তখন তারা ছিল আমার নির্দেশাবলিতে ছিল দৃঢ় বিশ্বাসী।
#আলোচনা সংকলন
ফাতহুল বারী
কিতাবুল ঈমান,,,,,,
https://www.facebook.com/Ekra.Community.Garden/photos/a.1217452001631012.1073741830.1216438365065709/1226577954051750/?type=3&theater
No comments:
Post a Comment