Friday, 25 August 2017

ইসলামের দৃষ্টিতে একটি ছেলে ও মেয়ের এনগেইজ হওয়ার একমাত্র পথ হচ্ছে, বিবাহ। তাই বিয়ের আগে এনগেইজমেন্ট বলে কিছুকে ইসলাম সমর্থন করেনা।

সমাজে এনগেইজমেন্ট নামে আবার একটা অনুষ্ঠান  বানিয়ে নেয়া হয়েছে। 

“বিয়ের আগে- কিছু হারামে জড়ানোর পথ!”

 ইসলামের দৃষ্টিতে একটি ছেলে ও মেয়ের এনগেইজ হওয়ার একমাত্র পথ হচ্ছে, বিবাহ। তাই বিয়ের আগে এনগেইজমেন্ট বলে কিছুকে ইসলাম সমর্থন করেনা।


বরং বিয়েই হচ্ছে এনগেইজমেন্ট অনুষ্ঠান।
এনগেইজমেন্ট-এর পুরো রসমটি বিজাতীয়দের থেকে মুসলিম সমাজে অনুপ্রবেশ করেছে। যার ফলে সামাজিক ফিতনা ও সমস্যা বৃদ্ধি পাচ্ছে।


> আংটি বিনিময় করা সরাসরী বিজাতীয়দের অনুসরণ।
রাসুল (সাঃ) বলেন "যে ব্যক্তি যে জাতির অনুসরণ করবে, সে ব্যক্তি সেই জাতিরই দলভুক্ত । 

(আবু দাউদ-৪০৩১)


> আংটিকে নিদিষ্ট আঙ্গুলে পরা নিয়ম ও তার সাথে হৃদয়ের সম্পর্ক চিন্তা করা। আর শুধুমাত্র আংটির মাধ্যমে কোন সম্পর্ক স্থাপন হয় মনে করা স্পষ্ট ভ্রান্ত শিরকি আকিদা। কারণ আংটির কোন শক্তি নেই যে তা উভয়ের অন্তর বা হৃদয়ে প্রভাব রাখতে পারে! এ বিশ্বাস ঈমান ধ্বংসের কারণ হতে পারে।
বিয়ে করে ফেলুন! এরপরই বৈধ হতে পারে ফোনে কথা বলা, টেক্সট আদান-প্রদান বা চ্যাটিং, ঘুরতে যাওয়া বা দেখা করা। কি নোংরা চিন্তার লালনকারী আমরা যে একটি ছেলে আর মেয়েকে এনগেইজমেন্টের নামে একটা অসামাজিক কাজ করিয়ে পারিবারিকভাবে জ্বিনার দিকে ঠেলে দেয়া হচ্ছে!!
আল্লাহ আমাদের সকলকে একমাত্র ওহী ভিত্তিক জীবন গড়ার তাওফিক দিন।
বাতিলকে বাতিল বলে বর্জনের হিম্মত ও ধৈর্য দান করুন।
শেয়ার করে সবাইকে জানিয়ে দিন...



No comments:

Post a Comment