Friday, 25 August 2017

মালে নিসাব যখন থেকে হাতে আসবে বছর গণনা তখন থেকে ই শুরু করতে হবে। সে মাস রমজান না হলেও তাকে তার সম্পদ থেকে জাকাতের টাকা আলাদা করতে হবে।

আল্লাহ ভীতির ছোট্ট  একটি  ঘটনা -----------------
সুলতান মুহাম্মদ আল ফাতিহ- এর শাসনামলে জনৈক মুসলিমের সম্পদে যাকাত ফরজ হলো৷ 
লোকটি যাকাত প্রদান করার জন্য উপযুক্ত মানুষ খুঁজতে লাগল৷ কিন্তু সারা শহর খুঁজেও একজন গরিব মানুষ পেল না৷
ফলে যাকাতের অর্থ একটি থলেতে ভরে একটি গাছের সাথে ঝুলিয়ে দিল৷ আর তাতে লিখে দিল- 'ইহা যাকাতের অর্থ, আমি কোন উপযুক্ত লোক খুঁজে না পেয়ে এখানে ঝুলিয়ে দিলাম৷ কেউ যদি নিজকে উপযুক্ত মনে করেন তাহলে নিয়ে যাবেন'
গাছটি ছিল শহরের মাধ্যে৷ তবুও তিনমাস অতিবাহিত হয়ে গেলেও কেউ থলেটা নিল না৷
কারণ, সেই শহরে যাকাত গ্রহণের মতো কোন দরিদ্র লোক ছিল না
ৃৃ----------------------
যাকাত ফরজ হওয়ার একটি শর্ত নিসাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে এবং সেই সম্পদ পূর্ণ এক বছর থাকতে হবে ।
------------ বিশেষ ভাবে লক্ষ্য করুন --
সেই মালে নিসাব যখন থেকে হাতে আসবে বছর গণনা তখন থেকে ই শুরু করতে হবে। সে মাস রমজান না হলেও তাকে তার সম্পদ থেকে জাকাতের টাকা আলাদা করতে হবে।

No comments:

Post a Comment