Friday, 25 August 2017

ছোট্ট দুটি কথা কিন্তু এটার উপরই নির্ভর করে মুসলমানের ঈমান আক্বিদা আযাব নাজাতের পরিমাপ।।

ছোট্ট দুটি কথা কিন্তু এটার উপরই নির্ভর করে মুসলমানের ঈমান আক্বিদা আযাব নাজাতের পরিমাপ।।
কজন মুসলমান আছে তাহকিক করে হারাম থেকে বেঁচে চলে??
অনেকের তো এমন দুঃসাহস যে, পালন তো করেই না হারাম কে হালাল বলে নিজের জন্য জায়েজ করে নেয়!!
যেমন পর্দার হুকুম যে যেভাবে পালন করছে সেটাই যেন হালাল তার জন্য অনুরুপ ভাবে উপার্জনের পথ,হারাম বস্তু আহার, বিধর্মীদের অনুস্বরন,কথা আচরনে ইসলামের নিসিদ্ধ পথ তথা হারাম পথ অবলম্বন করছে।।

ইসলাম বলে হারামকে হালাল করে নেয়া শিরক
পবিত্র কোরাআনের সূরা ইউনূসে আল্লাহ তায়ালা ইরশাদ করেন

বিসমিল্লাহির রাহমানির রাহিম
অর্থ
তোমরা কি ভেবে দেখেছো আল্লাহ তোমাদের রিযিক দিয়েছেন তার মধ্যে হালাল হারাম তোমরা নির্ধারন করে নিয়েছো ।বল আল্লাহ কি তোমাদের তা করার অনুমতি দিয়েছেন , না তোমরা আল্লাহর নামে মিথ্যা কথা বানিয়ে বলেছো ?।
তিনি সূরা নাহল এ আরো ইরশাদ করেন
অর্থ তোমাদের মুখে যা আসে তাই বলে দিও না যে, এটা হালাল এটা হারাম। এতে করে আল্লাহর নামে সম্পূর্ন মিথ্যা কথা চালানো হবে । আর যারাই আল্লাহর নামে এ ধরনের মিথ্যা প্রচার করে তারা কখনোই কল্যান বা সাফল্য লাভ করতে পারে না।।
মহান আল্লাহ যে বিধান দিয়েছেন তাতে তিনি বিপুল প্রশস্ততা দিয়েছেন কিন্তু মানুষ নিজেদের জন্য পালনীয় করে নিচ্ছে তাতে সে নিজেকে সংকীর্নতায় আচ্ছন্ন করে নিচ্ছে ।
    https://www.facebook.com/Ekra.Community.Garden/
রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম এসব ব্যাপারে অত্যন্ত কঠোর ভাষায় তিনবার বলেছেন আলা হালাকা মুতানাত্তিয়ুন
সাবধান! দ্বীন ইসলামে খুটিনাটি ব্যাপারে কঠোরতাকারীরা ধ্বংস হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে।।
অতএব খুব সাবধানতার সাথে জীবনের প্রতিটা ক্ষেত্রে হালাল হারাম বেছে চলতে হবে । এ জন্য ইসলামী জ্ঞান অর্জন ফরজ।আপনাকে জানতে হবে কোনটা হালাল হারাম ।।
মায়াসসালাম

No comments:

Post a Comment