Tuesday, 5 September 2017

সূরা আল-হুমাযা'র তাফসীর (আয়াত ১-৯)

ﺑِﺴْﻢِ ﺍﻟﻠَّﻪِ ﺍﻟﺮَّﺣْﻤَٰﻦِ ﺍﻟﺮَّﺣِﻴم

ﻭَﻳْﻞٌ ﻟِﻜُﻞِّ ﻫُﻤَﺰَﺓٍ ﻟُﻤَﺰَﺓٍ 

১। দুর্ভোগ প্রত্যেকের, যে পশ্চাতে ও সম্মুখে লোকের নিন্দা করে।
কিছু উলামা
ﻫُﻤَﺰَﺓ ও ﻟُﻤَﺰَﺓ
এর একই অর্থ বলেছেন।
আর কিছু সংখ্যক উলামা উভয়ের মাঝে কিছুটা পার্থক্য করে বলেন, ﻫُﻤَﺰَﺓ বলা হয় সেই ব্যক্তিকে, যে সামনা-সামনি নিন্দা গায়।
আর ﻟُﻤَﺰَﺓ বলা হয় সেই ব্যক্তিকে, যে পশ্চাতে গীবত (পরর্চ্চা) করে।
আবার কেউ এর বিপরীত অর্থ করেন।
অনেকের মতে ﻫَﻤﺰ চোখ ও হাতের ইশারায় নিন্দা প্রকাশ করা
এবং ﻟَﻤﺰ জিহ্বা দ্বারা পরনিন্দা করাকে বলা হয়।

ﺍﻟَّﺬِﻱ ﺟَﻤَﻊَ ﻣَﺎﻟًﺎ ﻭَﻋَﺪَّﺩَﻩُ
২। যে অর্থ জমায় ও তা গণনা করে রাখে।
এর অর্থ হল যে, সে (মাল) জমা করে ও গুনে গুনে রাখে; গুছিয়ে গুছিয়ে রাখে এবং আল্লাহর রাস্তায় খরচ করে না। নচেৎ, সাধারণভাবে মাল সঞ্চয় করে রাখা কোন নিন্দনীয় কাজ নয়। নিন্দনীয় তখনই হয় যখন তার যাকাত দেওয়া না হয়, দান-খয়রাত এবং আল্লাহর রাস্তায় খরচ না করা হয়।

ﻳَﺤْﺴَﺐُ ﺃَﻥَّ ﻣَﺎﻟَﻪُ ﺃَﺧْﻠَﺪَﻩُ
৩। সে ধারণা করে যে, তার অর্থ তাকে অমর করে রাখবে।
ﺃﺧﻠَﺪَﻩ
শব্দের সবচেয়ে সঠিক অর্থ হল, ‘তাকে সর্বদা জীবিত রাখে।
’ অর্থাৎ, এই মাল যা সে জমা করে রাখছে, তা তার আয়ু বৃদ্ধি করবে এবং তাকে মরতে দেবে না।

ﻛَﻠَّﺎ ۖ ﻟَﻴُﻨْﺒَﺬَﻥَّ ﻓِﻲ ﺍﻟْﺤُﻄَﻤَﺔِ
৪। কখনও না,সে অবশ্যই নিক্ষিপ্ত হবে হুত্বামায়।
অর্থাৎ, কখনও এমনটি হবে না, যেমন সে ভাবে ও ধারণা করে। [2] এমন বখীল ব্যক্তিকে ‘হুত্বামাহ’ জাহান্নামে নিক্ষেপ করা হবে।
এটাও একটি জাহান্নামের নাম। ‘হুত্বামাহ’ অর্থঃ ভেঙ্গে-চুরে ধ্বংস করা।

ﻭَﻣَﺎ ﺃَﺩْﺭَﺍﻙَ ﻣَﺎ ﺍﻟْﺤُﻄَﻤَﺔُ
৫। কিসে তোমাকে জানাল, হুত্বামা কি?
এই প্রশ্নসূচক বাক্য ‘হুত্বামাহ’ জাহান্নামের ভয়াবহতাকে ব্যক্ত করার জন্য ব্যবহার করা হয়েছে।
অর্থাৎ, সেটা এমন ভয়ংকর আগুন হবে, যার প্রকৃতত্বে তোমার জ্ঞান-বুদ্ধি পৌঁছতে পারে না এবং তোমার সমঝ ও অনুভব তা আয়ত্ত করতে পারে না।

ﻧَﺎﺭُ ﺍﻟﻠَّﻪِ ﺍﻟْﻤُﻮﻗَﺪَﺓُ
৬। তা হল আল্লাহর প্রজ্বলিত অগ্নি।
ﺍﻟَّﺘِﻲ ﺗَﻄَّﻠِﻊُ ﻋَﻠَﻰ ﺍﻟْﺄَﻓْﺌِﺪَﺓِ
৭। যা হৃদয়কে গ্রাস করবে।
অর্থাৎ, তার উষ্ণতা হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে। এমনিতেই পৃথিবীর সাধারণ আগুনের গুণ হল সমস্ত বস্তুকে জ্বালিয়ে ফেলা।
কিন্তু পৃথিবীতে এই আগুন হৃদয় পর্যন্ত পৌঁছনোর পূর্বেই মানুষের মৃত্যু ঘটে যায়। জাহান্নামে তা হবে না; বরং সেই আগুন হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে। আর মৃত্যুকে আহবান করা সত্ত্বেও মৃত্যু আসবে না।

ﺇِﻧَّﻬَﺎ ﻋَﻠَﻴْﻬِﻢْ ﻣُﺆْﺻَﺪَﺓٌ
৮। নিশ্চয়ই তা তাদেরকে পরিবেষ্টন করে রাখবে।
ﻓِﻲ ﻋَﻤَﺪٍ ﻣ
৯। দীর্ঘায়িত স্তম্ভসমূহে।
ﻣُﺆﺻَﺪَﺓ
অর্থ হল বন্ধ বা পরিবেষ্টিত।
অর্থাৎ, জাহান্নামের সকল দরজা ও পথ বন্ধ করে দেওয়া হবে; যাতে সেখান হতে কেউ বের হতে না পারে। তাদেরকে লোহার পেরেকের সাথে বেঁধে দেওয়া হবে; যা লম্বা লম্বা স্তম্ভের মত হবে।
কোন কোন উলামার মতে, ﻋَﻤَﺪ অর্থ হলঃ বেড়ি বা লৌহবেষ্টনী এবং কারো মতে এর অর্থ হল স্তম্ভ যাতে বেঁধে জাহান্নামীদেরকে শাস্তি দেওয়া হবে।
(ফাতহুল ক্বাদীর)
গ্রন্থঃ তাফসীরে আহসানুল বায়ান

No comments:

Post a Comment