উত্তম চরিত্রের বৈশিষ্ট----
নাওয়াস ইবনে সাম’আন রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লা সাল্লাল্লাহু আলাইহি অসাল্লামকে পুণ্য ও পাপ সম্পর্কে জিজ্ঞেস করলাম।তিনি বলেনঃ পুণ্য হচ্ছে উত্তম চরিত্র এবং গুনাহ হচ্ছে, যা তোমার অন্তরে সন্দেহের উদ্রেক করে এবং লোকে তা জেনে ফেলুক এটা তুমি অপছন্দ কর।মুসলিম
আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস রা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি অসাল্লাম প্রকৃতিগতভাবে অশ্লীলতা পছন্দ করতেন না এবং তিনি অশ্লীলভাষীও ছিলেন না। তিনি বলতেনঃ তোমাদের মধ্যে উৎকৃষ্ট লোক তারাই, যাদের চরিত্র সর্বোৎকৃষ্ট।বুখারী, মুসলিম
.
আবু দারদা রা থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি অসাল্লাম বলেনঃ কিয়ামতের দিন মু’মিন বান্দার আমলনামায় সচ্চরিত্রের চাইতে অধিকতর ভারী আর কোন আমলই হবে না। বস্তুত আল্লাহ অশ্লীলভাষী ও নিরর্থক বাক্য ব্যায়কারী বাচালকে ঘৃণা করেন। বস্তুত আল্লাহ অশ্লীলভাষী ও নিরর্থক বাক্য ব্যায়কারী বাচালকে ঘৃণা করেন।
No comments:
Post a Comment