Wednesday, 6 September 2017

বেশি লাগবে না।ছোট একটা মোমবাতি জালিয়ে ৫ টা মিনিট তার উপরেই হাতটা রাখো।পারবে? পারবে না। তাহলে তুমি অবশ্যই ঘোরের মধ্যে আছো,অসুস্থ হয়ে গেছো বা পাগল হয়ে গেছো,না হলে কিভাবে জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছো? জেনে রাখো,তোমার চিকিৎসা দরকার,রুহানি চিকিৎসা। .

এমন কেউ কি আছে যে তোমাকে মৃত্যু থেকে ফেরাতে পারবে? এমন কেউ কি আছে, যে তোমার হয়ে জাহান্মামে যেতে রাজি হবে? ঠিকাছে,অন্তত এমন একজনকে তো দেখাও যে কিনা তোমার সব গুনাহ ঝরিয়ে দিবেন!.আমার আল্লাহর কসম!নেই, এমন কেউ নেই আল্লাহ ছাড়া। তাহলে কেন একের পর এক গুনাহের সাগরে ঢেউয়ের ছন্দে তলিয়ে যাচ্ছো?.আল্লাহ বলেছেন, যে ব্যক্তিকে তার পালনকর্তার আয়াতসমূহ দ্বারা উপদেশ দান করা হয়, অতঃপর সে তা থেকে মুখ ফিরিয়ে নেয়,তার চেয়ে জালেম আর কে? আমি অপরাধীদের শাস্তি দেব।(সূরা সেজদাহ,আয়াতঃ ২২)."যে কেউ আল্লাহ ও রাসূলের অবাধ্যতা করে এবং তার সীমা অতিক্রম করে তিনি তাকে আগুনে প্রবেশ করাবেন।সে সেখানে থাকবে চিরকাল থাকবে।তার জন্য রয়েছে অপমানজনক শাস্তি" (সূরা আন নিসা, আয়াতঃ ১৪)."আল্লাহর প্রতিশ্রুতি হয়ে গেছে।আল্লাহ তার প্রতিশ্রুতি খেলাফ করবেন না।কিন্তু অধিকাংশ লোক জানে না "(সূরা আর রুম, আয়াতঃ ৬).বেশি লাগবে না।ছোট একটা মোমবাতি জালিয়ে ৫ টা মিনিট তার উপরেই হাতটা রাখো।পারবে? পারবে না। তাহলে তুমি অবশ্যই ঘোরের মধ্যে আছো,অসুস্থ হয়ে গেছো বা পাগল হয়ে গেছো,না হলে কিভাবে জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছো? জেনে রাখো,তোমার চিকিৎসা দরকার,রুহানি চিকিৎসা।.তালাশ করো তোমার রবকে,নিজ গুনাহের কারণে অনুতপ্ত হও,তওবা করো,সকল গুনাহ করা থেকে বিরত থাক যতক্ষণ না মৃত্যু হয়।ঐ যে সামনে জাহান্নাম।সাবধান! আর এগিও না,এখানেই থামো, নইলে জান্নাতের ঘ্রানও পাওয়া যাবে না!

No comments:

Post a Comment