Tuesday, 5 September 2017

ইরশাদ হয়েছে "আর এমন কোন বস্তু নেই যে আল্লাহর প্রশংসিত তাসবিহ পাঠ করে না কিন্তু তোমরা তা বুঝ না।। আল কোরআন

#ইবাদাত_কি?

আবদুন বা দাস থেকে ইবাদত অর্থ দীনতা ,চুরান্ত বিনয় প্রকাশ।
অর্থাত্‍ যিনি সন্মান মর্যাদার এমন উচ্চ শিখরে অধিষ্ঠিত যার উর্ধ্বে মর্যাদার কোন স্তর নেই
সেই মহিমান্হিত সত্তা আল্লাহর প্রতি নিরন্কুশ নিঃশর্ত আত্মসমর্পনের নামই ইবাদত।।


#ইবাদের_মূল_নামায

নামায জিকির বা জবান এবং বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের সাথে সম্পর্কিত।ছানা সূরা তাসবিহ তাশাহুদ দ্বারা আল্লাহ তায়ালার মাহাত্ম্য ছাড়া আর কিছু ই বর্ননা করা হয় না ।
অপর দিকে বাহ্যিক ভাবে হাত বেঁধে দাঁড়ানো রুকুতে ঝুকে পরা অতপর নিজের সন্মানিত অঙ্গ নাক ও কপালকে স্বীয় মাবুদের সামনে মাটিতে লুটিয়ে দেয়া এবং কার্যকরী ভাবে চরম দীনতা স্বীকার করা।
এমনটাই স্বীয় বান্দার কাছে আল্লাহ পাকের চওয়া ।এটাই বান্দার বান্দেগি।।


#সৃষ্টি_জগতের_সকলের_উপর_নামাজ_অবধারিত

আল্লাহ তায়ালা ইরশাদ করেন
কুল্লু ক্বাদ আলিমা ছলাতাহু ওতাসবিহা
অর্থ সকলে জেনে নিয়েছে তার নামাজও তাসবিহ।


স্বভাবগত ব্যপারে পৃথিবীতে কোন প্রানী শিক্ষার মুখাপেক্ষি নয় কিন্তু প্রত্যেকে তার সৃষ্টিগত ও প্রাকৃতিক উপায়ে পানাহারের নিয়ম এবং স্বভাবগত ব্যাপারে জ্ঞান লাভ করে।
তেমনি ভাবে প্রত্যেক বস্তুর নামাজ শারীরিক কাঠামো আনুযায়ী নির্ধারীত।
যেমন
গাছ পালার নামাজ দাঁড়িয়ে থাকা।
চতুস্পদ জন্তুর নামাজ রুকু আবস্থায় নত হওয়া।
সরিসৃপ প্রানীর নামাজ উপুড় হয়ে নতশীর তথা সিজদা আবস্থান থাকা।
পাহাড় পর্বত হাটু গেড়ে বসে তাশাহাহুদ অবস্থায় আছে।
শুন্যচারী পাখীর নামাজ অবস্থার পরিবর্তন।কিয়াম থেকে রুকু সিজদাতে যাওয়া এ পরিবর্তনের অবস্থায় আছে।
গ্রহ উপগ্রহের নামাজ পরিভ্রমন ।যেভাবে দাড়ানো থেকে রুকু সিজদা করে পুনরায় দাড়ায়,সে পরিভ্রমন অবস্থায় আছে।
মাটির নামাজ স্থির অবিচল থাকা।যেভাবে নামাযে দাড়ানোর পূর্বে একটি স্থির অবস্থা থাকে।
জান্নাত জাহান্নামের নামাজ প্রার্থনা।যেমন প্রতিনিয়ত তাদের প্রার্থনা কিয়ামতের দিন তাদের পূর্ন করে দেয়ার।
ফিরিশতাদের নামাজ কাতার বন্দি অবস্থার। তাদের এক শারি দাড়ানো, এক শারি রুকুতে, এক দল সিজদা অবস্থায় তথা পৃথিবীতে যত প্রানী বস্তু সকল আবস্থার রুপেই তাদের নামাজ।
মোটকথা যাবতীয় সৃষ্টিকূলের জন্য নামাজ অবধারিত।মানুষের মাঝে গোত্র অঞ্চল ভেদে ভাষার ভিন্নতা আছে।তেমনি সকল জীব জড়র মাঝেও আলাদা ভাষা আছে।
ইরশাদ হয়েছে
"আর এমন কোন বস্তু নেই যে আল্লাহর প্রশংসিত তাসবিহ পাঠ করে না কিন্তু তোমরা তা বুঝ না।।
আল কোরআন

No comments:

Post a Comment