Monday, 2 October 2017

ধৈর্যের অনুশীলন করার কিছু উত্তম পন্থা বুজুর্গানে দ্বীন বলে দিয়েছেন । তার সংক্ষিপ্ত উল্লেখ-


#ধৈর্যের_মহত্ব


বিসমিল্লাহির রাহমানির রাহিম

আল্লাহ তায়ালা ইরশাদ করেন
"ইন্নাল্লাহা মায়াস সাবিরিন"
অর্থ যারা সবর করে আল্লাহ তায়ালা তাহাদের সাথে আছেন।।
রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম বলেন
"আসসাবরু নিছফুল ঈমান"
অর্থ ছবর ঈমানের অর্ধেক।।

#ধৈর্যের অনুশীলন করার কিছু উত্তম পন্থা বুজুর্গানে দ্বীন বলে দিয়েছেন ।
তার সংক্ষিপ্ত উল্লেখ করছি--

1 আপন প্রবৃত্তি ও ভাবাবেগ কে সংযত রাখা
2 তাড়াহুড়া ভয় ভীতি ও উত্‍কন্ঠা থেকে মুক্ত থাকা।
3 কোন প্রলভন বা অসঙ্গত উত্‍সাহকে প্রশ্রয় না দেয়া ।
4 শান্ত মন ও সুচিন্তিত ফয়সালার ভিত্তিতে সকল কাজ সম্পাদন করা ।
5 বিপদ মুসিবতে দৃঢ় পদে তার মুকাবিলা করা ।
অবস্থার অবনতি ঘটতে থাকলেও আতঙ্ক বা অস্থিরতায় মনোবল হারানো চলবে না ।
6 উত্তেজনা ও ক্রোধের বশবর্তী হয়ে কোন অন্যায় কাজ না করা ।
7 লক্ষ অর্জনে আগ্রাহাতিশয্যে কোন অসঙ্গত পন্থা অবলম্বন করা যাবে না ।
8 পার্থিব স্বার্থ ও প্রবৃত্তির তারনায় নিজের মন কামনা বাসনাতে আচ্ছন্ন করা এবং এ সবের মুকাবিলায় দুর্বলতা প্রদর্শন করে কোন স্বার্থের হাতছানিতে আকৃষ্ট হওয়া অধৈর্যের লক্ষন

সুতরাং এ সব থেকে নিজেকে কন্ট্রোল করতে পারলে জীবনকে স্বাভাবিক সুন্দর রাখা সম্ভব।। 

No comments:

Post a Comment