#নারীদের_উচ্ছৃঙ্খলতা_হারাম
বিসমিল্লাহির রাহমানির রাহিমজাহেলি যুগের মেয়েদের চরিত্র ছিল উচ্ছৃঙ্খলতা ও পুরুষদের আকর্ষন সৃষ্টির দক্ষতা প্রদর্শন করা।।
আল কুরআনে মহান আল্লাহ ঘোষনা করেন
অর্থ হে নারী তোমরা তোমাদের ঘরে স্থিতি গ্রহন করো এবং প্রাচীন জাহেলিয়াতের সময়ের মত প্রদর্শন করে বেড়িও না।।
অর্থ হে নারী তোমরা তোমাদের ঘরে স্থিতি গ্রহন করো এবং প্রাচীন জাহেলিয়াতের সময়ের মত প্রদর্শন করে বেড়িও না।।
তাফসীরবীদগন এ আয়াতের ব্যাখ্যায় বলেন
1 মেয়েরা তখন বাইরে বের হয়ে পুরুষদের সংগে পাশাপাশি ও ভিরের মধ্যে চলত।
2 মেয়েরা তখন মাথায় ওড়না রাখত কিন্তু গলার হাড় কানের বালা গলা গ্রীবা উম্মুক্ত থাকতো ।
3 মেয়েরা তখন লীলাময়ী ভঙ্গিতে চলাফেরা করত।।
1 মেয়েরা তখন বাইরে বের হয়ে পুরুষদের সংগে পাশাপাশি ও ভিরের মধ্যে চলত।
2 মেয়েরা তখন মাথায় ওড়না রাখত কিন্তু গলার হাড় কানের বালা গলা গ্রীবা উম্মুক্ত থাকতো ।
3 মেয়েরা তখন লীলাময়ী ভঙ্গিতে চলাফেরা করত।।
রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম বলেছেন
যেসব মেয়ে কাপড় পড়েও উলঙ্গ ,পুরুষের প্রতি আকৃষ্ট এবং পুরুষদের ও আকৃষ্টকারী তারা জাহান্নামী ,তারা জান্নাতে প্রবেশ করবে না এবং জান্নাতের সুঘ্রান ও পাবে না।।
যেসব মেয়ে কাপড় পড়েও উলঙ্গ ,পুরুষের প্রতি আকৃষ্ট এবং পুরুষদের ও আকৃষ্টকারী তারা জাহান্নামী ,তারা জান্নাতে প্রবেশ করবে না এবং জান্নাতের সুঘ্রান ও পাবে না।।
অপর হাদীসের বানী
যে লোক অপর যে জাতীর সাথে সাদৃশ্য রাখবে সে তাদের মধ্যেই গন্য হবে।।
যে লোক অপর যে জাতীর সাথে সাদৃশ্য রাখবে সে তাদের মধ্যেই গন্য হবে।।
মেয়েদের চলাফিরা কথাবার্তায় গাম্ভির্য এবং দৃঢ়তা থাকতে হবে ।
এমন কি মেয়েদের কন্ঠস্বরকেও আকর্ষনীয় করা চলবে না।---------------------------------
এ মর্মে আল্লাহ তায়ালা সূরা আহযাবে বলেছেন
অর্থ তোমরা নিন্ম ও নম্র কন্ঠস্বরে কথা বলবে না , বললে অন্তরে রোগ সম্পন্ন ব্যক্তি আকৃষ্ট লালায়িত হয়ে পড়বে।।
অর্থ তোমরা নিন্ম ও নম্র কন্ঠস্বরে কথা বলবে না , বললে অন্তরে রোগ সম্পন্ন ব্যক্তি আকৃষ্ট লালায়িত হয়ে পড়বে।।
মেয়েদের বাহ্যিক সৌন্দর্যের পর্দার সঙ্গে সঙ্গে লুকায়িত সৌন্দর্যের ও পর্দা ফরজ -------------------
এ মর্মে কোরআনের আয়াত দেখুন আল্লাহ তায়ালা বলেন
অর্থ তোমরা মাটিতে পা শক্তভাবে ফেলে চলবে না কেননা তা হলে যে রুপ সৌন্দর্য অলংকার তারা লুকিয়ে রেখেছে তা পুরুষরা জেনে যাবে।।
এ মর্মে কোরআনের আয়াত দেখুন আল্লাহ তায়ালা বলেন
অর্থ তোমরা মাটিতে পা শক্তভাবে ফেলে চলবে না কেননা তা হলে যে রুপ সৌন্দর্য অলংকার তারা লুকিয়ে রেখেছে তা পুরুষরা জেনে যাবে।।
এ আয়াতের হুকুমাত অনুযায়ী সাবধানতার লক্ষে মেয়েদের চুরি নুপুর ইত্যাদি আওয়াজের অলংকার বোরখার ভিতরেও পড়া নাজায়েজ হারাম।।
সুগন্ধিও মেয়েদের জন্য হারাম -----------------
রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম ইরশাদ করেছেন
মেয়েলোক আতর সুগন্ধি মেখে সভা মজলিসে উপস্থিত হলে সে জেনাকারী ।।
রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম ইরশাদ করেছেন
মেয়েলোক আতর সুগন্ধি মেখে সভা মজলিসে উপস্থিত হলে সে জেনাকারী ।।
কিন্তু মেয়েরা অবরোধবাসী নয়।----------------------------
জীবনের প্রতি ক্ষেত্রে ইসলামের নীতি ভারসাম্যপূর্ন।
এত সকল বিধি নিশেধ মেনে চলে মেয়েদের ঘড় থেকে বাইরে যাওয়ার অনুমতি আছে
জীবনের প্রতি ক্ষেত্রে ইসলামের নীতি ভারসাম্যপূর্ন।
এত সকল বিধি নিশেধ মেনে চলে মেয়েদের ঘড় থেকে বাইরে যাওয়ার অনুমতি আছে
রাসুল সাঃ উনার বিবি সাওদা রাঃ কে বলেছিলেন
আল্লাহ তোমাদের অনুমতি দিয়েছেন তোমরা প্রয়োজনে ঘর থেকে বের হতে পার।।
আল্লাহ তোমাদের অনুমতি দিয়েছেন তোমরা প্রয়োজনে ঘর থেকে বের হতে পার।।
No comments:
Post a Comment