Saturday, 7 October 2017

চিন্তা না করে কথা বলিও না কখনো দেরী ভাল তবু পশু হবে না কখনো।। অর্থাত্‍ কথা প্রথমে মনে উদয় হতে দাও পড়ে মুখে বল , যখন মনে উদয় হবে তখন একটু চিন্তা করবে ঐ কথা দ্বারা আল্লাহ নারাজ হবে নাতো ? যদি আল্লাহর নারাজ হওয়ার বিন্দু মাত্র সন্দেহ থাকে তবে বলিবে না ।।

জবান_কে_হেফাজত_করুন

---


আল্লাহ পাক সূরা ইসরাঈলে ইরশাদ করেন------------
অর্থ আমার বান্দাদেরকে যা উত্তম তা বলতে বলো । শয়তান তাদের মধ্যে বিবেধ সৃষ্টির উস্কানি দেয় । শয়তান তাদের প্রকাশ্য শত্রু ।।


কথা বলতে গিয়ে বেখায়ালে যে সব গুনাহের কথা মুখ দিয়ে বের হয় তা খেয়াল করে ত্যাগ না করা অতি গুনাহের কাজ।।
যেমন অনেকে প্রায় বলে উপরে আল্লাহ নীচে আপনি
এটা স্পস্ট শিরক।।
অথবা বলে থাকে বড় খারাপ জামানা আসিয়াছে, কিন্তু হাদিসে জামানাকে খারাপ বলা কঠোর নিষেধ আছে।।
ইত্যাদি 

আরো কতিপয় জবানের গোনাহ বুজর্গানে দ্বীন বিভিন্ন হাদিস থেকে সংগ্রহ করেছেন তার সংক্ষিপ্ত উল্লেখ করছি,,-------------------------------

1 যে কথা দুনিয়া আখিরাতে কোন লাভ নাই
2 আবশ্যক অপেক্ষা বেশি কথা
3 অনর্থক গল্প করা পরচর্চ মূলক কথা
4 অনর্থক তর্ক করা
5 ঝগড়া কলহ করা
6 নিজের বড়াই দেখানোর জন্য অতিরন্জিত করে কিছু বলা
7 গালাগালি করা
8 কর্কশ ভাষায় বা কাউকে শক্ত কথা বলা
9 কাউকে লানত করা
10 শরীয়তের বরখেলাফ গীত গাওয়া গান করা
11 বেশি হাসি তামাশা করা
12 ঠাট্টা বিদ্রুপ করা
13 কারো গোপন কথা প্রকাশ করে দেয়া
14 মিথ্যা ওয়াদা করা
15 মিথ্যা কথা বলা
16 গীবত করা তথা অন্যের আড়ালে এমন কথা বলা যা সত্য হলেও শুনলে সে কষ্ট পাবে ।
আর যদি তা তা মিথ্যা হয় তা আরো ভয়াবহ পাপ ।
17চোগলখুরী করা তথা একজনের বিরুদ্ধে অন্যকে রাগিয়ে তোলা ,
18 হক না হক বিচার না করিয়া সমাজের প্রচলন অনুযায়ী কথা বলা ।
19 কারো সামনে তার তারিফ করা ।।


জবান দ্বারা
এতসব গোনাহ থেকে বেচে থাকার সহজ পন্থাও বুজুর্গানে দ্বীন বলে দিয়েছেন ---------------------------

চিন্তা না করে কথা বলিও না কখনো
দেরী ভাল তবু পশু হবে না কখনো।।
অর্থাত্‍ কথা প্রথমে মনে উদয় হতে দাও পড়ে মুখে বল , যখন মনে উদয় হবে তখন একটু চিন্তা করবে ঐ কথা দ্বারা আল্লাহ নারাজ হবে নাতো ?
যদি আল্লাহর নারাজ হওয়ার বিন্দু মাত্র সন্দেহ থাকে তবে বলিবে না ।।
এভাবে জবান দ্বারা বড় বড় পাপ থেকে রক্ষা পাওয়া সম্ভব।।

উল্লেখ্য যে,, ইমাম গাজ্জালি রাহঃ উনার এহইয়াওল উলুম কিতাবে জবানের দ্বারা সংঘটিত পাপ সমূহ এবং শাস্তির বিধান কোরআন হাদিসের দলিল সহ বিস্তারিত বর্ননা দেয়া আছে।। প্রত্যেকের তা জানা আমল করা একান্ত জরুরী।।

No comments:

Post a Comment