যাদু টোনা করে বিয়ে বন্ধ করে রাখা যায়... যাদু টোনার চিকিৎসায় বিখ্যাত শায়েখ ওয়াহিদ আব্দুস সালাম বালী বলেন যে_ বিয়ে না হওয়ার বান বা যাদু টোনা করার কিছু লক্ষণ হলো-
১-বিভিন্ন সময়ে মাথা ব্যাথা হওয়া যার চিকিৎসা কোন ঔষধ এ হয়না।
২-মানষিক অশান্তি বিশেষ করে আসর এর পর হতে অর্ধ রাত পর্যন্ত।
৩-বিয়ের প্রস্তাব কারীকে খুব খারাপ মনে হওয়া।
৪-সর্বদাই মস্তিষ্কে অশান্তি বিরাজ করা।
৫- ঘুমের মাঝে স্বস্তি না পাওয়া।
৬-পেটে সর্বদাই ব্যাথা অনুভব করা।
৭- পীঠের নিন্মাংশের জোড়ে ব্যাথা অনুভব হওয়া।
এই যাদুর চিকিৎসা -
১- ৫ ওয়াক্ত নামাজ সুন্দরভাবে পড়তে হবে ঠিকমত।
২-গান বাজনা টিভি দেখা হতে বিরত থাকতে হবে।
৩- ঠিকভাবে পর্দা করবে।
৪-শোয়ার সময় আয়াতুল কুরসি পড়বে। সুরা এখলাস, ফালাক ও নাস পড়ে হাতে ফুঁ দিয়ে তা সারা শরীরে বুলাবে। (এভাবে তিনবার করবে)
৫- আয়াতুল কুরসি ও সুরা নাস,ফালাক, ও ইখলাস এর তিলাওয়াত আলাদা করে এক ঘন্টা শুনবে প্রতিদিন।
৬- এক বালতি পানি তা এমন পরিমাণ হওয়া চাই যা দ্বারা গোসল করা সম্ভব হয়। এরপর উক্ত পানিতে কুরআনের এ আয়াতগুলো পড়ে ফুঁক দিবে: আয়াতুল কুরসী, সূরা ইখলাছ, সূরা ফালাক, সূরা নাস, সূরা আরাফের (১১৭ থেকে ১২২) নং আয়াত, সূরা ইউনুসের (৭৯ থেকে ৮২) নং আয়াত এবং সূরা ত্বহার (৬৫ থেকে ৭০) নং আয়াত। তারপর উক্ত পানি থেকে কিছু পানি যাদু আক্রান্ত মেয়ে পান করবে এবং অবশিষ্ট দিয়ে গোসল করবে। ইনশাআল্লাহ এদ্বারা যাদু কেটে যাবে। এরুপতিনদিন করবে।
৭- ঝাড়ফুঁক এর আয়াত সমূহ এর তেলাওয়াত ও এক ঘন্টা শুনবে প্রতিদিন। অর্থাৎ প্রতিদিন কম পক্ষে দুই ঘন্টা মনোযোগ দিয়ে রুকয়াশুনবে। -সূরা ফাতিহা। -সূরা বাকারা ১-৫ -সূরা বাকারা ২৮৪-২৮৬ -আরাফ ৫৪-৫৬ -ইউনূস ৮১-৮২ -জ্বীন ১-৯।
৮- প্রতিদিন ফজরের নামাজের পর অবশ্য ই একশত বার পড়বে, (অথবা অন্তত দশ বার পড়তেই হবে
ﻻَ ﺇِﻟَﻪَ ﺇِﻻَّ ﺍﻟﻠَّﻪُ ﻭَﺣْﺪَﻩُ ﻻَ ﺷَﺮِﻳﻚَ ﻟَﻪُ، ﻟَﻪُ ﺍﻟْﻤُﻠْﻚُ ﻭَﻟَﻪُ ﺍﻟْﺤَﻤْﺪُ، ﻭَﻫُﻮَ ﻋَﻠَﻰ ﻛُﻞِّ ﺷَﻲْﺀٍ ﻗَﺪِﻳﺮٌ
একমাত্র আল্লাহ ছাড়া কোনো হক্ব ইলাহ নেই, তাঁর কোনো শরীক নেই, রাজত্ব তাঁরই, সমস্ত প্রশংসাও তাঁর, আর তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান)
উচ্চারণ - লা ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহ্দাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু, ওয়া লাহুল হামদু, ওয়া হুয়া ‘আলা কুল্লি শাই’ইন ক্বাদীর
[বুখারী, নং ৩২৯৩; মুসলিম, ৪/২০৭১]
আসসালামুআলাইকুম,আপনার উপর শান্তি বর্ষিত হোক,আমাকে এই তদবির করার অনুমতি দিবেন যাদু আক্রান্ত আছি নামাজ,কোরআন পড়তে অসুবিধা প্রচন্ড পেটে ব্যাথা আর জ্বরের জন্য,ঔষুধে কাজ হয় না,দয়া করে অনুমতি দিন
ReplyDeleteআমি এই সব সমস্যায় ভুগছি
Deleteপ্রায় সব লক্ষণ আমার মধ্যে আছে।
ReplyDeleteami amar shamir sathe onek raga ragi kori.jeta ami korte chaina.amr matha gorom hoye jay.amon ki pore ki ki boleci ata mone hole lojja o lage.aage kokhonoi amon kortamna.idaning amar matha thik thakena.abong uporer 5,6 ta lokkhon amar majhe ache.ami ei theke poritran chai
ReplyDeleteBLACK MAGIC AND PARANORMAL SALVATION এই পেইজে লাইক দিয়ে আপনি আপনার সমস্যা ইনবক্স করতে পারেন।
Deleteআমিও আপনার মতো রাগারাগি করে আমার ৩ বছরের রিলেশন হারিয়েছি। বিশ্বাস করেন তাকে আমি খুব ভালোবাসি। কিন্তু কেন এমন ভাবে রাগারাগি করতাম নিজেও জানতাম না। তাই বলে সম্পর্ক শেষ হলো। আমি চাই আপনি আর এমন করবেন না। দোয়া করবেন আমার সম্পর্ক যেন আবার আগের মতো হয়ে যায়।
ReplyDeleteAmi jothesto proman paici amar r amr samir somporko nosto korar jonno..kufri kora hoice..amdr edaning bajevabe jhogra hoice nd hubby siddanto nice.amdr somporko ses korbe..ami jodi egulo 1 soptah amol kori..amdr kufri keye somporko thik hobe??
ReplyDeleteভাই আপনার ফোন নাম্বারটা দেন
Deleteপ্রথমেই আমি ইকরা কমিউনিটি গার্ডেনের অনুমতি চাইছি। দেখুন আসলে আপনার সমস্যা শুনে মনে হইতাছে আপনার ওপর জ্বিনের চালান দেওয়া আছে। অবশ্য আপনার নাম জানা থাকলে পরীক্ষা দিয়ে বলতে পারতাম। ভয়ের কোন কারন নাই। সব রোগের চিকিৎসা আছে। আপনি 01819346526 এই নাম্বারে ফোন দিতে পারেন। আগে পরীক্ষা দিয়ে জানতে হবে আপনার উপর কি কি পদ্ধতি প্রয়োগ করা হয়েছে। তার পর ব্যবস্থা্ নিতে হবে। আর ভালো হয় আপনার উপর যে কালো যাদু করা হয়েছে তা যে আপনি বুঝতে পেরেছেন তা আপনি যাকে সন্দেহ করেন তাকে বুঝতে না দেয়া। কারন তখন যত বার আপনি উদ্ধার হবেন সে ততবার কালো যাদু করতে পারে। এমন কেস অনেক পাইছি। তাই ভালো হবে বিষয় টা যতদুর সম্ভব গোপন রাখুন। তবে চিকিৎসার নামে প্রতারনা থেকে সাবধান।
Deletehttps://www.facebook.com/Black-magic-and-paranormal-salvation-101625498138568/?modal=admin_todo_tour এই পেইজে লাইক দিয়ে আপনার সমস্যা ইনবক্স করতে পারেন।
Deleteআমার বিয়ে হচ্ছে না
ReplyDeleteআছছালামু আলাইকুম আমি ও আপনার মতো এই সাইটের ভিজিটর।আমি আপনাকে একটি লিংক দিচ্ছি আপনি যোগাযোগ করে দেখতে পারেন। হয়তো কেউ কালো যাদু করে আপনার বিয়ে বণ্ধ করে রেখেছে। পরীক্ষা দিয়ে জানতে হবে। যদি তাবিজ কবজ করা থাকে তবে জ্বিন দিয়ে তুলে এনে নষ্ট করে দিতে হবে। https://www.facebook.com/Black-magic-and-paranormal-salvation-101625498138568/?modal=admin_todo_tour
Deleteআমি যাদুর অনেকগুলো লক্ষন পড়ছি আমার সাথে কয়েকটি লক্ষণ মিল আছে...আমার প্রশ্ন হলো আক্রান্ত ব্যক্তির ভেতর সবগুলো লক্ষণ থাকে?
ReplyDeleteআমি জাদুতে আক্রান্ত বলে সন্দেহ করছি। কি করতে পারি?
ReplyDeleteতিন বছরের সম্পর্ক হঠাৎ সে আমার কতাও সুনতে পারে না কিন্তু কেন?
ReplyDelete